Site icon Jamuna Television

রাজধানীতে বাস-লেগুনা সংঘর্ষ, শিশুসহ নিহত ৩

রাজধানীর রূপনগর এলাকায় বাস-লেগুনার সংঘর্ষে শিশুসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ মঙ্গলবার সকালে বিরুলিয়া বেড়িবাঁধ এলাকায় ‘মায়ের দোয়া’ পরিবহনের একটি বাসের সঙ্গে লেগুনার সংঘর্ষ হয়। এতে লেগুনাচালকসহ বেশ কয়েকজন আহত হন।

তাদের মধ্যে ৪ জনকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক লেগুনা চালকসহ তিনজনকে মৃত ঘোষণা করেন। অপরজন আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।

নিহতদের মধ্যে তাওহীদ নামে দশ বছরের একটি শিশু রয়েছে। শিশুটির বাবা নাম মুক্তার হোসেন মিরপুর সেলিনা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

Exit mobile version