Site icon Jamuna Television

বিএনপি আন্দোলনের নামে জনদুর্ভোগ বাড়াচ্ছে: কাদের

টুঙ্গিপাড়ায় ওবায়দুল কাদের।

বিএনপি আন্দোলনের নামে জনদুর্ভোগ বাড়াচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আন্দোলনের নামে জনগণকে কষ্ট না দিয়ে বিএনপিকে নির্বাচনে আসার আহ্বান জানান তিনি।

শনিবার (৭ জানুয়ারি) টুঙ্গিপাড়ার প্রধানমন্ত্রীর সাথে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের এসব কথা বলেন ওবায়দুল কাদের। নির্বাচনে ভোটগ্রহণ সুষ্ঠু ও নিরপেক্ষ হবে বলেও মন্তব্য করেন তিনি।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, আমি বিরোধী দলকে আহ্বান জানাবো, শেষ পর্যন্ত আপনারা নির্বাচনে আসুন। অস্তিত্বের জন্য আসতেই হবে। শুধু শুধু দেশের মানুষকে কষ্ট দিচ্ছেন কেন? আন্দোলনের নামে দেশের মানুষকে, ভোটারদের শাস্তি দিচ্ছেন কেন?

আরও পড়ুন: উন্নয়নের ধারা অব্যাহত রেখে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী

/এম ই

Exit mobile version