Site icon Jamuna Television

পর্তুগালের হেড কোচ হলেন রবার্টো মার্টিনেজ

পর্তুগালের নতুন কোচ রবার্টো মার্টিনেজ (৪৯)।

বেলজিয়াম ও এভারটনের সাবেক ম্যানেজার রবার্টো মার্টিনেজ (৪৯) কে পর্তুগাল জাতীয় ফুটবল দলের হেড কোচ হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। কাতার বিশ্বকাপের কোয়ার্টারে মরক্কোর কাছে পরাজয়ের পর পদত্যাগ করেন দলটির সাবেক কোচ ফার্নান্দো সান্তোস। এবার সান্তোসের স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন মার্টিনেজ। খবর বিবিসির।

সোমবার (৯ জানুয়ারি) বিবিসিকে দেয়া এক প্রতিক্রিয়ায় রবার্টো মার্টিনেজ বলেন, পৃথিবীর সেরা মেধাবী খেলোয়াড়দের নিয়ে তৈরি একটা জাতীয় দলের দায়িত্ব পেয়ে আমি আনন্দিত। আমি পর্তুগিজ ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্টের সাথে কথা বলেছি। আমি জানি যে, আমাদের অনেক কাজ করার আছে। প্রত্যাশার চাপও আছে। ফেডারেশন যেভাবে এগিয়ে এসেছে তাতে আমিও আমাদের লক্ষ্য অর্জনের ব্যাপারে আত্মবিশ্বাসী।

মার্টিনেজ বলেন, যে ২৬ জন খেলোয়াড় কাতার বিশ্বকাপের দলে ছিলেন তাদের প্রত্যেককে নিয়ে আমি কাজ করতে চাই। বিশেষ করে ক্রিস্টিয়ানো রোনালদোর দিকে অবশ্যই আমার মনযোগ থাকবে। আমি মাঠের সিদ্ধান্ত অফিসে না নিয়ে মাঠে নিতেই পছন্দ করি।

প্রসঙ্গত, মার্টিনেজ ২০১৩ সালে উইগানকে এনে দেন এফএ কাপ শিরোপা। এছাড়া লম্বা সময় এভারটনেরও কোচ ছিলেন তিনি। ২০১৬ সালে বেলজিয়ামের কোচের দায়িত্ব নেয়ার পর তার খ্যাতি ছড়িয়ে পড়ে সবদিকে। তার অধীনে থাকা বেলজিয়াম ২০১৮ সালের বিশ্বকাপ শেষ করে ৩য় স্থান থেকে।

/এসএইচ

Exit mobile version