Site icon Jamuna Television

সিলেট-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী ড. মোমেন

আগামী জাতীয় নির্বাচনে সিলেট-১ আসন থেকে আওয়ামী লীগ প্রার্থী হিসেবে লড়বেন জাতিসংঘে বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি ডক্টর এ কে আব্দুল মোমেন। অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে আলোচনা করেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ঢাকার একটি আসন থেকে লড়তে চান তিনি। তবে কোন আসন তা দল ঠিক করবে। এছাড়া শারীরিক অবস্থার ওপরও নির্ভর করবে নির্বাচনে অংশ নেয়া না নেয়ার বিষয়টি।

এদিকে, নিউইয়র্কে জাতিসংঘের হাই-লেভেল পলিটিক্যাল ফোরাম ‘এইচএলপিএফ’র আলোচনা সভায় অংশ নেন অর্থমন্ত্রী। তিনি বলেন, স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশের মর্যাদা পাওয়া বাংলাদেশ এখন রোল মডেল। সভায় পরিকল্পনা মন্ত্রী আ হ ম মোস্তফা কামাল এলডিসি থেকে উত্তরণের পথে থাকা দেশগুলোর ঝুঁকি মোকাবিলায় আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান জানান।

Exit mobile version