Site icon Jamuna Television

ট্রেন থেকে দুই যাত্রীকে ফেলে দিলো ছিনতাইকারী

জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাটের পাঁচবিবির দরগাতলা এলাকায় ‘সীমান্ত এক্সপ্রেস’ ট্রেনে ছিনতাইয়ের পর ছিনতাইকারীরা দুই যাত্রীকে ফেলে দেয়।

এ ঘটনায় যাত্রী মুনির হোসেন (২২) নামে এক গার্মেন্টস শ্রমিকের মৃত্যু হয়েছে। মোস্তাফিজুর (২০) নামে অপর এক গার্মেন্টস শ্রমিক আহত হয়েছে। বৃহস্পতিবার ভোর রাতে এ ঘটনা ঘটে।

নিহত মুনির পাঁচবিবি উপজেলার পশ্চিম কড়িয়া গ্রামে মমতাজের ছেলে। আহত মোস্তাফিজুর দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার চরকায় গ্রামের জুয়েল ইসলামের ছেলে।

আহত মোস্তাফিজুর জানায়, বুধবার মধ্যেরাতে বিরামপুর থেকে তারা ট্রেনের ছাদে করে ঢাকার উদ্দেশে সীমান্ত ট্রেনে রওনা হয়। পথে দরগাতলা এলাকায় পৌঁছলে চার পাঁচ জন ছিনতাইকারী তাদের মারধর করে টাকা পয়সা নিয়ে ট্রেনের ছাদ থেকে ফেলে দেয়।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করলে মুনির হোসেন নামে এক শ্রমিক মারা যায়। মোস্তাফিজুর নামে অপর এক গার্মেন্টস শ্রমিক চিকিৎসাধীন রয়েছে ।

জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম হোসেন ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান, তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ময়না তদন্ত শেষে লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান ওসি।

Exit mobile version