Site icon Jamuna Television

উজবেকিস্তানে ভারতের ২টি কফ সিরাপ নিষিদ্ধ করলো ডব্লিউএইচও

উজবেকিস্তানের শিশুদের জন্য ভারতের উৎপাদিত দুইটি কফ সিরাপ নিষিদ্ধ করলো বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। বুধবার (১১ জানুয়ারি) সংস্থাটির ওয়েবসাইটে এক বিবৃতিতে তা জানানো হয়।

বিবৃতিতে জানায়, পণ্যের গুণগত মান বজায় রাখতে ব্যর্থ হয়েছে ভারতের উত্তর প্রদেশের প্রতিষ্ঠান ম্যারিয়ন বায়োটেক। এ কারণেই অ্যামব্রোনোল এবং ডক-ওয়ান ম্যাক্স সিরাপ সেবনে হচ্ছে প্রতিক্রিয়া।

আরও উল্লেখ করে, সিরাপগুলোর ব্যাপারে গেলো বছর ২২ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে জানানো হয় ডব্লিউএইচও-কে। এরপরই সেগুলো পূনরায় পরীক্ষা করেন সংস্থাটির গবেষকরা। তাদের দাবি, নমুনা পরীক্ষায় মিলেছে অতিরিক্ত ডাইথেলিন গ্লাইকল উপাদান। যা ওষুধকে বিষাক্ত করে তুলেছে, এমনটাই ইঙ্গিত গবেষকদের।

গেলো বছর সিরাপগুলো সেবনে উজবেকিস্তানের ১৮ শিশু প্রাণ হারায়, এমন অভিযোগ রয়েছে। এরপরই সেগুলো উৎপাদনে নিষেধাজ্ঞা এবং প্রতিষ্ঠানটির লাইসেন্স স্থগিত করে রাজ্য সরকার।

/এমএন

/এমএন

Exit mobile version