Site icon Jamuna Television

গাড়িতে আরএফআইডি ব্যবহার না করলে ব্যবস্থা: সড়ক সচিব

গাড়িতে রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন (আরএফআইডি) ব্যবহার না করলে ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নূরী।

রোববার (১৫ জানুয়ারি) দুপুরে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) আয়োজিত এক কর্মশালায় তিনি এ কথা জানান। আমিন উল্লাহ নূরী বলেন, এক সপ্তাহের মধ্যে পত্রিকায় এ বিষয়ে বিজ্ঞপ্তি দেয়া হবে। যেখানে দ্রুত সময়ের মধ্যে আরএফআইডি নেয়ার ব্যপারে তাগিদ দেয়া হবে। আরএফআইডি গাড়িতে লাগানো বাধ্যতামূলক বলেও উল্লেখ করেন তিনি।

নিয়ম না মানলে ১ ফেব্রুয়ারি থেকে মোবাইল কোর্ট চালানোর ঘোষণা দেন মহাসড়ক বিভাগের সচিব।

বিআরটিএ চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদারের সভাপতিত্বে কর্মশালায় আরও উপস্থিত ছিলেন বিআরটিসি চেয়ারম্যান মো. তাজুল ইসলাম, ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক সাবিহা পারভিনসহ পরিবহন মালিক সমিতির নেতা ও নিরাপদ সড়ক নিয়ে কাজ করা বিভিন্ন বেসরকারি সংস্থার কর্মকর্তারা।

/এমএন

Exit mobile version