Site icon Jamuna Television

গুজব ছড়ানোর অভিযোগে ৪ সিনিয়র ব্যাংকার গ্রেফতার

এস আলম গ্রুপের মালিক এবং ইসলামী ব্যাংক নিয়ে গুজব ছড়ানোর অভিযোগে ৪ সিনিয়র ব্যাংকারকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। রাজধানীর গুলশান থানায় এ নিয়ে একটি মামলা দায়েরের পর তাদের গ্রেফতার করা হয়।

গত বছরের ২২ ডিসেম্বর এ নিয়ে মামলা দায়ের করেন এস আলম গ্রুপের একজন কর্মকর্তা। মামলার আসামি না হলেও তদন্তে এই চার ব্যাংকার জড়িত বলে তথ্য পেয়ে পুলিশ তাদের গ্রেফতার করেছে বলে জানানো হয়েছে।

গ্রেফতারকৃত ব্যাংকারদের মধ্যে সাইদ উল্লা ও শহিদুল্লাহ মজুমদার ইসলামী ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট, মোশাররফ হোসেন শাহজালাল ইসলামী ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক এবং অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন হাবিবুর রহমান ইসলামী ব্যাংকের নিরাপত্তা বিভাগে কর্মরত। তবে তাদের গুজব নিয়ে কোনো তথ্যপ্রমাণ দেখাতে পারেনি পুলিশ।

এসজেড/

Exit mobile version