Site icon Jamuna Television

সুইডেনে পবিত্র কুরআনে আগুন, প্রতিবাদে বিক্ষোভ অব্যাহত তুরস্কে

ছবি : সংগৃহীত

সুইডেনে পবিত্র কুরআন পোড়ানোর প্রতিবাদে বিক্ষোভ অব্যাহত রয়েছে তুরস্কে। রোববার (২২ জানুয়ারি) বাতমান শহরে প্রতিবাদ জানায় হাজারো মানুষ। খবর রয়টার্সের।

খবরে বলা হয়েছে, বিক্ষোভ চলাকালে পবিত্র কুরআন হাতে নিয়ে শ্লোগান দেয় আন্দোলনকারীরা। এ সময় তারা কুরআন পোড়ানোর ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার দাবি জানায় তুর্কি সরকারের প্রতি।

ছবি : সংগৃহীত

এর আগে শনিবার (২১ জানুয়ারি) রাতে ইস্তাম্বুলে সুইডিশ কনস্যুলেটের সামনে জড়ো হয় শত শত বিক্ষোভকারী। সুইডেনের পতাকা পুড়িয়ে প্রতিবাদ জানান তারা। রাজধানী আঙ্কারায় সুইডেনের দূতাবাসের সামনেও হয় বিশাল বিক্ষোভ কর্মসূচি।

প্রসঙ্গত, শনিবার স্টকহোমে তুর্কি দূতাবাসের সামনে কট্টর ডানপন্থী নেতা রাসমুস পালুদানের নেতৃত্বে আগুন দেয়া হয় কুরআনে। যা নিয়ে উত্তেজনা তৈরি হয় তুরস্ক-সুইডেন সম্পর্কে। তীব্র প্রতিক্রিয়ায় আঙ্কারা বলছে, ইসলামোফোবিয়া ছড়ানোর উদ্দেশ্যেই এ ধরনের কর্মকাণ্ড।

এএআর/

Exit mobile version