Site icon Jamuna Television

যাত্রাবাড়ীতে ক্লুলেস হত্যাকাণ্ডের আট দিনের মাথায় গ্রেফতার হত্যাকারী

রাজধানীর যাত্রাবাড়ীতে এক ব্যক্তির মরদেহ উদ্ধারের আট দিনের মাথায় ক্লুলেস এই ঘটনার আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত ওই আসামি রাজধানীতে দীর্ঘদিন ধরে ছিনতাইয়ের কাজে জড়িত বলেও জানানো হয়েছে।

রোববার (২৯ জানুয়ারি) সকালে ডিমএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান ডিএমপির অতিরিক্ত কমিশনার একে এম হাফিজ আক্তার।

ডিএমপির অতিরিক্ত কমিশনার জানান, গত ২২ জানুয়ারি যাত্রাবাড়ী থানাধীন ধলপুর এলাকায় একজন আঘাতপ্রাপ্ত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ঘটনাস্থল পর্যবেক্ষণের পর সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে ধারণা করা হয়, ছিনতাইকারীর হাতেই লুমিয়া নামে ওই ব্যক্তি খুন হন। পরে বেশ কয়েকজন ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়। এদের মধ্যে আরিফ নামের এক ছিনতাইকারীকে গ্রেফতার করে রিমান্ডে নিলে তিনি হত্যার বিষয়টি স্বীকার করেন।

এসজেড/

Exit mobile version