Site icon Jamuna Television

মদ নয়, দুধ খাও: উমা ভারতী

ছবি: সংগৃহীত

‘মদ নয়, দুধ খাও’ বলে মন্তব্য করেছেন ভারতের বিজেপি নেত্রী উমা ভারতী। মধ্যপ্রদেশে একটি মদের দোকানের সামনে তিনি এই মন্তব্য করেন। খবর ইন্ডিয়া টুডে’র।

মন্দির ও প্রাসাদের জন্য বিখ্যাত নিওয়ারি জেলার একটি শহর ওরছাতে মদ বিক্রির দোকানের সামনে দাঁড়িয়ে তিনি এই কথা বলেন।

সাবেক এই মুখ্যমন্ত্রী মদ খাওয়ার বিরুদ্ধে প্রচারণার নেতৃত্ব দিয়েছিলেন। তিনি এটাও বলেন, সরকারের মদ্যপানের অভ্যাসকে প্রশ্রয় দেয়া উচিত নয়।

এর আগে, গত বছর জুনে বিজেপি এই নেত্রী এই মদের দোকান লক্ষ্য করেই গোবর ছুড়ে মারেন। গত মার্চ মাসে মদের দোকানে পাথরও ছুড়ে মারেন উমা।

/এনএএস

Exit mobile version