Site icon Jamuna Television

গায়ানায় শতভাগ সাফল্য টাইগারদের

গায়ানার মাটিতে কখনও হারেনি বাংলাদেশ। এই ভেন্যুতে অনুষ্ঠিত দুই ম্যাচই জিতেছে তারা। যার কারণে আজ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ২য় ওয়ানডেতেও জয়ের ব্যাপারে আশাবাদী টাইগাররা। আর এই জয় পেলেই এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করবে ম্যাশ বাহিনী।

ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে বাংলাদেশের ম্যাচটি শুরু হবে আজ দিবাগত রাত সাড়ে ১২টায়।

২০০৭ সালে এই মাঠে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হয় বাংলাদেশ। ৭ এপ্রিলের সেই লড়াইয়ে প্রথমে ব্যাট করে ৮ উইকেটে স্কোরবোর্ডে ২৫১ রান তোলেন তামিম-সাকিবরা। জবাবে ১৮৪ রানে অলআউট হয় দক্ষিণ আফ্রিকা। ফলে ৬৭ রানের ঐতিহাসিক জয় পান লাল-সবুজ জার্সিধারীরা।

১১ বছর পর গেল রোববার একই ভেন্যুতে ফের দুর্দান্ত জয় পেয়েছে বাংলাদেশ। সফরকারীদের ২৮০ রানের টার্গেটে ২৩১ করতে সক্ষম হয় ওয়েস্ট ইন্ডিজ। ফলে ৪৮ রানের জয় পায় মাশরাফি ব্রিগেড। আজও সেই ধারা অব্যাহত থাকলে সিরিজ জয়ের সুখস্মৃতি নিয়েই তৃতীয় ওয়ানডের ভেন্যু সেন্ট কিটসে উড়ে যেতে পারবেন তারা। সব মিলিয়ে বাংলাদেশের সামনে ২২তম দ্বিপক্ষীয় ওয়ানডে সিরিজ জয়ের হাতছানি।

Exit mobile version