রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টি হচ্ছে। গত ২৪ ঘন্টায় রাজধানীতে ৯৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, আরো ২ দিন থাকবে এই বৃষ্টি এরকম তথ্য জানিয়েছে আবহাওয়া অফিস।
আবহাওয়া অফিসের বিজ্ঞপ্তিতে আরো বলা হয় খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি অথবা বর্জসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। সারাদেশের দিনের তাপমাত্রা (১-২) ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
টিবিজেড/
Leave a reply