Site icon Jamuna Television

ছবির শুটিংয়ে চিতা বাঘের হামলা, আহত অক্ষয়ের মেকআপ আর্টিস্ট

শুরু হয়েছে অক্ষয় কুমারের ‘বড় মিয়া ছোট মিয়া’ ছবির শুটিং। ছবিতে বড় বিয়ার ভূমিকায় দেখা যাবে অক্ষয় কুমার ও ছোট মিয়া হবেন টাইগার শ্রোফ। মুম্বাই ফিল্ম সিটির এলাকায় চলছে শুটিং। ফিল্মসিটিতে এসময় আচমকা এক চিতাবাঘ হামলা করে বসে। এতে আহত হন অক্ষয়ের মেকআপ আর্টিস্ট শ্রবণ। খবর আনন্দবাজারের।

এক সাক্ষাৎকারে শ্রবণ জানান, তিনি বন্ধুর বাইকে করে শুটিংয়ে যাচ্ছিলেন। এসময় একটি শূকর রাস্তা পার হচ্ছিল। বাইকের গতি বাড়িয়ে এগোতেই দেখেন একটি চিতা বাঘ ওই শূকরের পিছু নিয়েছে। তার ভাষ্যমতে, আমার বাইকের সঙ্গে চিতা বাঘের মুখোমুখি ধাক্কা লাগে। আমি বাইক থেকে পড়ে গিয়েছিলাম। আমার যেটুকু মনে আছে, চিতাবাঘটি আমার চারপাশে ঘোরাফেরা করছিল বেশ কিছু ক্ষণ। সেই সময়ই আমি জ্ঞান হারাই, আমার কিছুই মনে নেই। হয়তো লোকজন এসে আমাকে হাসপাতালে নিয়ে যায়।

ফিল্ম সিটির ভেতরে চিতা বাঘ ঢুকে পড়ার ঘটনা নতুন নয়, আগেও হয়েছে। তবে এবার এই ঘটনা সরকারের নজরে আনার চেষ্টা করছেন সর্বভারতীয় সিনে ওয়ার্কার্সের সভাপতি সুরেশ শ্যামলাল গুপ্ত। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীকে ট্যাগ করে এই বিষয়টির ওপর বিশেষ গুরুত্ব দেয়ার অনুরোধও জানিয়েছেন তিনি।

এটিএম/

Exit mobile version