Site icon Jamuna Television

মেক্সিকোয় বাস দুর্ঘটনায় নিহত কমপক্ষে ১৭ অভিবাসনপ্রত্যাশী

মেক্সিকোতে অভিবাসনপ্রত্যাশী বহনকারী একটি বাস দুর্ঘটনায় কমপক্ষে ১৭ জনের মৃত্যু হয়েছে। সোমবার (২০ ফেব্রুয়ারি) দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। খবর রয়টার্সের।

কর্তৃপক্ষ জানিয়েছে, ৪৫ জন যাত্রী নিয়ে পুয়েবলা প্রদেশ থেকে উত্তরের দিকে যাচ্ছিলো বাসটি। ভেনেজুয়েলা, কলম্বিয়াসহ মধ্য আমেরিকার কয়েকটি দেশের নাগরিক ছিলেন বাসে। স্থানীয় সময় বিকেলের দিকে হাইওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের পাহাড়ের সাথে ধাক্কা খায় বাসটি। এতে দুমড়েমুচড়ে যায় এর একাংশ।

এঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু হয় ১৫ জনের। হাসপাতালে নেয়ার পর মৃত্যু হয় আরও দু’জনের। এখনও চিকিৎসাধীন রয়েছেন ১৩ জন। মেক্সিকো থেকে যুক্তরাষ্ট্র সীমান্তে যাওয়ার পথে তল্লাশি এড়াতে প্রায়ই ঝুঁকিপূর্ণ পথ বেছে নেন অভিবাসন প্রত্যাশীরা। এতে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় প্রাণ যায় বহু মানুষের।

এসজেড/

Exit mobile version