Site icon Jamuna Television

বরিশালে বিএনপির ভোট বর্জন

অনিয়মের অভিযোগ এনে বরিশাল সিটি করপোরেশন নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে বিএনপির মেয়র প্রার্থী মজিবর রহমান সারোয়ার।

আজ সোমাবার দুপুরে বরিশাল প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন থেকে এ ঘোষণা দেন তিনি। এসময় সারোয়ার নির্বাচন বাতিলের জন্য ইসিতে আবেদন জানানো হবে বলে জানান। এর আগে সকালে তিনি অভিযোগ করেছিলেন, অর্ধশতাধিক কেন্দ্রে বিএনপির এজেন্টদের ঢুকতে দেয়া হয়নি।

এদিকে জাল ভোটের অভিযোগ এনে সকালে নির্বাচন বর্জন করেছিলেন ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী।

Exit mobile version