বগুড়ায় কিশোরের পায়ুপথে বাতাস ঢুকিয়ে হত্যা

|

বগুড়ার কাহালুতে এক কিশোরকে পায়ুপথে বাতাস ঢুকিয়ে হত্যা করা হয়েছে। শুক্রবার সকাল ১০টার দিকে কাহালুর এবিসি টাইলস কারখানায় রাসেল (১৬) এর পায়ুপথে পাইপ দিয়ে বাতাস ঢুকিয়ে দেয় তারই সহকর্মীরা।

রাসেল অসুস্থ হয়ে পড়লে দুপুর সাড়ে বারোটার দিকে বগুড়ার শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। দুপুর ২টার দিকে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। কেনো এই ঘটনা ঘটলো তা এখনও জানা যায়নি।

উল্লেখ্যে এর আগে গত জুলাইতে একইভাবে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ভদ্রঘাটে, নারায়ণগঞ্জের রূপগঞ্জে শিশু শ্রমিককে হত্যার চেষ্টা করা হয়। এর আর আগে ২০১৬ সালের ৪ আগস্ট খুলনা নগরীর টুটপাড়ায় মোটর গ্যারেজে পাইপের মাধ্যমে হাওয়া ঢুকিয়ে কিশোর  রাকিবকে হত্যা করা হয়।

টিবিজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply