Site icon Jamuna Television

কিংবদন্তি গায়ক কিশোর কুমারের ভূমিকায় আসছেন রণবীর কাপুর

এই যুগের বলিউড অভিনেতা রণবীর কাপুর। আগামী মাসে মুক্তি পেতে চলেছে তার অভিনীত সিনেমা ‘তু ঝুটি ম্যায় মাক্কার’। এই ছবিতে নায়ককে দেখা যাবে কিংবদন্তি গায়ক কিশোর কুমারের চরিত্রে। এ তথ্য নিশ্চিত করেছেন রণবীর নিজেই। খবর টাইমস অব ইন্ডিয়া’র।

সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ঘুরতে দেখা যায়, যেখানে রণবীর বলছেন, তিনি কিশোর কুমারের বায়োপিকে আছেন। এই ছবির জন্য তিনি গত ১১ বছর ধরে কাজ করছেন। নির্দেশনা দিয়েছেন অনুরাগ বসু।

রোমান্টিক-কমেডি ঘরানার এই ছবিতে প্রথমবারের মতো জুটি বেঁধে কাজ করেছেন রণবীর কাপুর-শ্রদ্ধা কাপুর। এতে রণবীরের বাবার ভূমিকায় দেখা যাবে প্রযোজক পরিচালককে বনি কাপুর এবং মায়ের চরিত্রে অভিনয় করেছেন ডিম্পল কাপাডিয়া।

এটিএম/

Exit mobile version