Site icon Jamuna Television

বর্ণবাদ আর হেইট ক্রাইমের জায়গা নেই যুক্তরাষ্ট্রে: জো বাইডেন

যুক্তরাষ্ট্রে বর্ণবাদ এবং হেইট ক্রাইমের কোনো জায়গা নেই। হোয়াইট হাউজে চলমান ‘ব্ল্যাক হিস্টরি মান্থ’ উপলক্ষ্যে দেয়া ভাষণে এমন মন্তব্য করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন। খবর রয়টার্সের।

ব্ল্যাক হিস্টরি মান্থের ভাষণে জো বাইডেন বলেন, আমি একজন শ্বেতাঙ্গ। তবে আমি মূর্খ নই। আমি জানি, এই দেশ গঠনে কৃষ্ণাঙ্গরাও কত বড় ভূমিকা রেখেছেন। যুক্তরাষ্ট্রে প্রতিটি নাগরিকের মর্যাদাই সমান। আমাদের একতাই আমাদের সবচেয়ে বড় শক্তি।

তিনি আরও বলেন, আমাদের ইতিহাস জানতে হবে। শুধুমাত্র যা আমি জানতে চাই, সেটুকু জানাই যথেষ্ট নয়। জাতি হিসেবে ইতিহাসের সবটুকু জানা অত্যন্ত জরুরি। প্রতিটি ইতিহাসের ভালো এবং খারাপ দিক সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে। তবেই সকলকে সমান শ্রদ্ধা দেয়া সম্ভব।

এসজেড/

Exit mobile version