Site icon Jamuna Television

মিরপুরে আবাসিক বাসায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নে অভিযান

রাজধানীর মিরপুরে আবাসিক বাসায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে আজও বিশেষ অভিযান পরিচালনা করছে তিতাস।

মঙ্গলবার (৭ মার্চ) সকাল থেকে ১৪টি টিম এক সাথে কাজ শুরু করে। এ সময় দেখা যায় অনেক ভবনেই দুই একটা চুলা বৈধ, বাকিগুলো অবৈধ। কারও বকেয়া তিন থেকে চার লাখ টাকা। কেউ বিল দেয়নি ১০ বছর।

তবে এলাকাবাসীর অভিযোগ, তিতাসের লাইনে গ্যাসই থাকে না। বাধ্য হয়ে সিলিন্ডার গ্যাস ব্যবহার করতে হয়। এ কারণে অনেকের বিল বকেয়া পড়েছে।

সংশ্লিষ্টরা বলছেন, গ্যাসের সরবরাহ বাড়াতে কাজ চলছে। তবে অবৈধ গ্যাস সংযোগ ব্যবহারে নিরুৎসাহিত করতেই এ অভিযান পরিচালনা করা হচ্ছে।

ইউএইচ/

Exit mobile version