Site icon Jamuna Television

খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ আরও ৬ মাস বৃদ্ধির সুপারিশ আইন মন্ত্রণালয়ের

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ আরও ৬ মাস বৃদ্ধির সুপারিশ করেছে আইন মন্ত্রণালয়। এ তথ্য জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

রোববার (১২ মার্চ) দুপুরে সচিবালয়ে ব্রিফিংয়ে এসব কথা জানান তিনি। বলেন, খালেদা জিয়া নিজ বাসায় থেকে ও দেশে চিকিৎসা নিতে পারবেন তবে দেশের বাইরে যেতে পারবেন না।

তিনি বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে শর্ত সাপেক্ষে মুক্তি দেয়া হয়েছিল। সেটার সময় শেষ হয়ে আসছিল। এই জন্য তারা আবেদন করেছিলেন। এই আবেদনের পরিপ্রেক্ষিতে আমরা তাকে আগের মতো দুটি শর্ত সাপেক্ষে মুক্তির মেয়াদ ৬ মাসের জন্য সুপারিশ করেছি।

আইনমন্ত্রী বলেন, খালেদা জিয়াকে মুক্তি দেয়ার আবেদনে প্রথম থেকে বলা হয়েছে সে গুরুতর অসুস্থ। সে প্রেক্ষিতে রাজনীতির প্রসঙ্গটি অবান্তর বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সুপারিশ পাঠিয়েছে আইন মন্ত্রণালয়।

প্রথমবার যখন খালেদা জিয়ার দণ্ড স্থগিত করে মুক্তি দেয়া হয়, তখন দুটি শর্ত দেয়া হয়। দুটি শর্তের মধ্যে রয়েছে, তিনি ঢাকায় থেকে চিকিৎসা নেবেন এবং বিদেশে যেতে পারবেন না। শেষবার যখন মেয়াদ বাড়ানো হয়, তখনো এই শর্তগুলো ছিল।

ইউএইচ/

Exit mobile version