Site icon Jamuna Television

স্মার্ট বাংলাদেশ নির্মাণে কৌশলগত অংশীদার হবে চীন: ইয়াও ওয়েন

ইয়াও ওয়েন। ফাইল ছবি।

স্মার্ট বাংলাদেশ নির্মাণে বিশ্বাসযোগ্য ও কৌশলগত অংশীদার হবে চীন। ঢাকায় নিযুক্ত চীনের নতুন রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এ কথা জানিয়েছেন।

চীনের নতুন রাষ্ট্রদূতকে স্বাগত জানাতে মঙ্গলবার (১৪ মার্চ) সকালে রাজধানীতে এক অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ-চীন সিল্ক রোড ফোরাম। এতে ইয়াও ওয়েন এ কথা জানান। বললেন, বৈশ্বিক শান্তি রক্ষা ও উন্নয়ন অংশীদার হিসেবে চীন বাংলাদেশের সাথেই থাকবে। এছাড়া, ২০৩০ সালের মধ্যে অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন এবং ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ নির্মাণে পাশে থাকার কথাও জানান তিনি।

অনুষ্ঠানে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আমির হোসেন আমু রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহযোগিতার কথা তুলে ধরেন। বলেন, বৈশ্বিক ক্ষমতার ভারসাম্য রক্ষায় চীন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেন, সংকট মোকাবেলায় চীন বাংলাদেশের পরীক্ষিত বন্ধু।

এছাড়া, বাংলাদেশ-চীন সিল্ক রোড ফোরামের সভাপতি দিলীপ বড়ুয়া বলেন, চীন যুদ্ধবাজ দেশ নয়। শান্তি প্রতিষ্ঠায় দেশটি বৈশ্বিকভাবে কাজ করছে।

/এমএন

Exit mobile version