Site icon Jamuna Television

আলিয়া ভাটের জন্মদিন আজ

আলিয়া ভাটের ৩০তম জন্মদিন আজ।

চরিত্রের জন্য নিজেকে বারবার ভেঙেছেন তিনি। যার ফলে দর্শকের মনে আলাদা জায়গা তৈরি করছেন সহজেই। অল্প সময়ের মধ্যেই প্রতিষ্ঠিত হয়েছেন বলিউডের প্রথম সারির অভিনেত্রী হিসেবে। দুদিন আগেই তার অভিনীত সিনেমা জিতে নিয়েছে বিশ্ব চলচ্চিত্র জগতের সর্বোচ্চ পুরস্কার ‘অস্কার’। বলিউডের এ প্রজন্মের অন্যতম মেধাবী ও জনপ্রিয় অভিনেত্রী আলিয়া ভাটের জন্মদিন আজ।

১৯৯৩ সালে ভারতের এক দাপুটে সিনে পরিবারে জন্ম তার। বাবা খ্যাতনামা চলচ্চিত্র পরিচালক মহেশ ভাট। মা এককালের সুঅভিনেত্রী সোনি রাজদান। দাদা-চাচা, ভাই-বোন কিংবা কাজিন, পরিবারের সব সদস্যই কোনো না কোনোভাবে বলিউডের সাথে সম্পৃক্ত। তাই বলা যায়, আলিয়া ভাটের সিনেপাড়ায় পদচারণা মোটেও অস্বাভাবিক কিছু নয়।

১৯৯৯ সাল। আলিয়ার বয়স তখন মাত্র ছয়। গোলগাল চেহারা, গালে ডিম্পল পড়া হাসি। ‘সংঘর্ষ’ সিনেমায় প্রীতি জিনতার শৈশবের চরিত্রে অভিনয় করেন আলিয়া। এরপর, মাঝে কেটে গিয়েছে ১৩ বছর। ২০১২ সালে সেই ছোট্ট গোলগাল মেয়েটিই একসাথে দুই নায়কের নায়িকা হয়ে চমক দেখালেন করন জোহারের ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’ সিনেমায়।

করণ জোহার পরিচালিত, বরুণ ধাওয়ান ও সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে আলিয়ার প্রথম সিনেমাটিই ছিল সুপারহিট। এরপর ২০১৪ সালে ইমতিয়াজ আলীর ‘হাইওয়ে’ সিনেমায় দেখা যায় তাকে। দ্বিতীয় সিনেমাতেই তিনি পেয়ে যান ভাল অভিনেত্রীর স্বীকৃতি। ফিল্মফেয়ার ক্রিটিক অ্যাওয়ার্ড ফর বেস্ট অ্যাকট্রেস পুরস্কার জেতেন তিনি। এরপর পুরস্কার, নাম-জশ কিংবা অর্থ লুটিয়ে পড়ে আলিয়ার পায়ে।

বলিউডে আলিয়ার অভিভাবক করন জোহরের প্রযোজনা প্রতিষ্ঠান ধার্মা প্রোডাকশনের একের পর এক ব্যবসাসফল সিনেমা থেকেই প্রতিষ্ঠা পান এ অভিনেত্রী। যার মধ্যে আছে ‘টু স্টেট্‌স’, ‘হাম্পটি শর্মা কি দুলহনিয়া’, ‘ডিয়ার জিন্দেগি’ ও ‘বাদরিনাথ কি দুলহনিয়া’র মতো সিনেমা। তবে এর বাইরে ২০১৬ সালে ‘উড়তা পাঞ্জাব’ এবং ২০১৮ সালে ‘রাজি’ চলচ্চিত্রে আলিয়ার অভিনয় বেশ প্রশংসিত হয়।

পরবর্তীতে হিন্দি চলচ্চিত্রের সর্বাধিক উপার্জনকারী নারী-প্রধান চলচ্চিত্রে কাজ করেন আলিয়া। ২০১৯ সালে তার সর্বাধিক উপার্জনকারী চলচ্চিত্র ‘গালি বয়’ মুক্তি পায়। ৯২তম অস্কার আসরে ভারত থেকে নির্বাচিত হয়েছিল এটি। তবে সবচেয়ে বেশি আলোচিত হন ২০২২ সালে সঞ্জয়লীলা বানসালির ‘গাঙ্গুবাই কাঠিওয়াড়ি’ ও ভারতের সবচেয়ে ব্যয়বহুল সিনেমা ‘ব্রহ্মাস্ত্র’ দিয়ে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমেও উঠে আসে তার নাম।

শুধু সিনেমা নয়, অজস্র ব্র্যান্ডে মোড়ানো আলিয়া হয়ে উঠেছেন এনডোরসমেন্ট তীর্থ। নিজের ইকোফ্রেন্ডলি পোশাক ব্র্যান্ড দিয়ে ঘটিয়েছেন বিবর্তন। অভিনয়ের পাশাপাশি আলিয়ার বিশেষ একটি গুণও আছে, খুব ভালো গাইতেও পারেন তিনি।

২০২২ সালে ‘টাইম ১০০ ইমপ্যাক্ট অ্যাওয়ার্ড’ এ ভূষিত হন আলিয়া। এ বছর বিশ্বখ্যাত ‘ভ্যারাইটি’ ম্যাগাজিন তাকে বিশ্বের ১০০ প্রভাবশালী তারকার তালিকায় জায়গা দিয়েছে। হলিউডে অভিষেকের অপেক্ষায় তিনি। দু’দিন আগেই তার অভিনীত সিনেমা জিতে নিয়েছে বিশ্ব চলচ্চিত্রের সর্বোচ্চ পুরস্কার ‘অস্কার’। বর্তমানে তাই স্বামী রণবীর কাপুরের সঙ্গে কন্যা রাহাকে নিয়ে সুখে দিন কাটছে আলিয়ার। সিনেমায় নিজের চরিত্র নিয়ে অবিরাম নিরীক্ষারত এ অভিনেত্রীর জন্মদিনে রইলো অনেক অনেক শুভেচ্ছা। হ্যাপি বার্থডে আলিয়া ভাট।

/এসএইচ
       

Exit mobile version