Site icon Jamuna Television

মাগুরায় ট্রাক চাপায় চিকিৎসকসহ দুই মোটরসাইকেল আরোহী নিহত

মাগুরা প্রতিনিধি:

মাগুরায় বালুবাহী ট্রাক চাপায় পিষ্ট হয়ে শাহাবুর রহমান (৪০) ও শাকিব আহমেদ (২৭) নামে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৩ মার্চ) শালিখা উপজেলার আড়পাড়া বাজার এলাকায় রাত ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শাহাবুর রহমান শালিখা উপজেলার জুনারী গ্রামের নুর মোহাম্মদের ছেলে এবং শাকিব একই গ্রামের শামিমুর রহমানের ছেলে। শাহাবুর রহমান পেশায় একজন দন্ত চিকিৎসক।

শালিখা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোশারফ হোসেন জানান, শাহাবুর ও শাকিব আড়পাড়া বাজার থেকে মোটরসাইকেলে করে শালিখা সড়ক দিয়ে নিজ বাড়ি জুনারী গ্রামে ফিরছিলেন। পথিমধ্যে রাত ৯টার দিকে আড়পাড়া বাজারের আধা কিলোমিটার দূরে একটি রাইস মিলের সামনে পৌঁছলে সামনে থেকে আসা একটি বালুবাহী ট্রাক তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এ সময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তারা দুইজন মারা যান।

তিনি জানান, পুলিশ ঘাতক ট্রাকটি আটক করেছে। মরদেহ দুটি উদ্ধার করে থানায় নেয়া হয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এটিএম/

Exit mobile version