Site icon Jamuna Television

ব্রাজিলে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে মাদক পাচারকারী চক্রের প্রধানসহ নিহত ১৩

ব্রাজিলে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে মাদক পাচারকারী দলের প্রধানসহ অন্তত ১৩ জন নিহত হয়েছে। খবর নিউ ইয়র্ক টাইমসের।

কর্তৃপক্ষ জানায়, রাজধানী রিও ডি জেনিরোর একটি বস্তিতে মাদক বিরোধী অভিযান চালায় পুলিশ। অভিযানের সময় নিরাপত্তা বাহিনীর সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে মাদক ব্যবসায়ী এবং স্থানীয়রা। তাদের লক্ষ্য করে পাল্টা গুলি করে পুলিশ।

পুলিশ বলছে, মাদক পাচারকারী চক্রের ওই নেতার বিরুদ্ধে একাধিক অভিযোগ ছিল। সাম্প্রতিক বছরগুলোতে একাধিক পুলিশ সদস্যের মৃত্যুর পেছনে ওই ব্যক্তি জড়িত বলেও জানায় পুলিশ। ধারণা করা হচ্ছে, রিও ডি জেনিরোর ওই এলাকাতেই গাঢাকা দিয়ে ছিল সে। তাকে গ্রেফতারের সময়ই বন্দুকযুদ্ধে লিপ্ত হয় চক্রের অন্য সদস্যরা।

অভিযানে দুইজনকে আটক করা হয়েছে। একই সাথে উদ্ধার করা হয়েছে মাদকসহ বিপুল পরিমাণ অস্ত্র।

এসজেড/

Exit mobile version