Site icon Jamuna Television

কানাডার সাথে ফ্লাইট চলাচল স্থগিত ঘোষণা সৌদি’র

কানাডার সাথে সব ধরণের ফ্লাইট চলাচল স্থগিত ঘোষণা করেছে সৌদি আরব। একই সাথে দুই দেশের মধ্যে কয়েক’শ কোটি ডলারের বাণিজ্য ও বিনিয়োগ চুক্তি স্থগিতের ঘোষণাও দিয়েছে রিয়াদ।

এর আগে এক ঘোষণায় কানাডার রাষ্ট্রদূতকে বহিষ্কার করে সৌদি আরব। কানাডা থেকে নিজেদের রাষ্ট্রদূতকেও প্রত্যাহার করে নিয়েছে দেশটি।

কিছুদিন আগে সৌদিতে নিযুক্ত মানবাধিকার কর্মীদের আটকের ঘটনায় সমালোচনা করে কানাডা। আটকদের মুক্তি দিতে সরকারের প্রতি আহ্বানও জানায় দেশটি।

এ ঘটনাকে নিজেদের অভ্যন্তরীণ বিষয়ে কানাডার হস্তক্ষেপ বলে দাবি করে সৌদি। কূটনৈতিক সম্পর্কে কলহের জেরে ২৪ ঘণ্টার মধ্যে কানাডার রাষ্ট্রদূতকে সৌদি ছাড়ার নির্দেশও দেয় রিয়াদ।

যমুনা অনলাইন: কেআর

Exit mobile version