Site icon Jamuna Television

বুধবার চ্যাম্পিয়ন্স কাপে মুখোমুখি রিয়াল-রোমা

আন্তর্জাতিক চ্যাম্পিয়ন্স কাপে বুধবার সকালে এএস রোমার মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ। নিউজার্সির রেডবুল অ্যারেনায় এই ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ভোর ৬টায়।

প্রাক-মৌসুম প্রস্তুতিতে যুক্তরাষ্ট্রে এটাই রিয়াল মাদ্রিদের শেষ ম্যাচ। আর এই ম্যাচের আগে রিয়াল কোচ হুলেন লোপেতেগুই মনে করছেন সেরা ছন্দে পৌঁছে গেছে তার দল। এখন সেটি প্রমাণের অপেক্ষা।

গ্যারেথ বেল, কেইলর নাভাস, কারিম বেনজেমারা সবশেষ অনুশীলনে ঘাম ঝরিয়েছেন। ইতালিয়ান ক্লাবটির বিপক্ষে এই ম্যাচ খেলে, সরাসরি এস্তোনিয়ার তালিনে যাবে চ্যাম্পিয়ন্স লিগের বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। সেখানে ইউরোপা লিগ চ্যাম্পিয়ন অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে উইয়েফা সুপার কাপে মুখোমুখি হবে রিয়াল। ম্যাচটি অনুষ্ঠিত হবে ১৬ আগস্ট।

যমুনা অনলাইন: কেআর

Exit mobile version