Site icon Jamuna Television

আর্সেনালের একক মালিক হতে যাচ্ছেন মার্কিন ধনকুবের ক্রোয়েনকে

রাশিয়ান ব্যবসায়ী আলিশের উসমানভের ৩০ শতাংশ শেয়ার কিনে ইংলিশ ক্লাব আর্সেনালের একক মালিক হতে যাচ্ছেন আমেরিকান ধনকুবের স্ট্যান ক্রোয়েনকে।

এর আগে আর্সেনালের ৬৭ শতাংশ শেয়ারের মালিক আগেই ছিল ক্রোয়েনকের। বাকি ৩০ শতাংশ শেয়ারের বাজারমূল্য দাঁড়িয়েছে ১.৮ বিলিয়ন পাউন্ড বা প্রায় ১৯ হাজার ৬৮৩ কোটি ৮৩ লাখ টাকা।

ক্রোয়েনকের কোম্পানি ক্রোয়েনকে স্পোর্টস এন্ড এন্টারটেইনমেন্টের দাবি, উসমানভ এই প্রস্তাবে রাজি আছেন। ইংলিশ সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, আর্সেনালের পূর্ণ নিয়ন্ত্রণ নেয়ার পথে রয়েছেন ৭১ বছর বয়সী ক্রোয়েনকে। আর্সেনালের শেয়ারহোল্ডার হলেও বোর্ডের অংশ নন ৬৪ বছর বয়সী উসমানভ এবং ক্লাব পরিচালনায় তিনি কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন না।

যমুনা অনলাইন: এটি

Exit mobile version