Site icon Jamuna Television

হলি আর্টিজান মামলার চার্জশিট গ্রহণ

হলি আর্টিজান রেস্তোরায় অভিযান। ফাইল ছবি

রাজধানীর গুলশানের হলি আর্টিজান জঙ্গি হামলার মামলার অভিযোগপত্র গ্রহণ করেছেন আদালত। সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মজিবুর রহমান অভিযোগপ্রত্রটি গ্রহণ করেন।

একই সাথে পলাতক দুই আসামি খালেদ ও রিপনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। আলোচিত এ মামলা থেকে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক হাসনাত করিমকে অব্যাহতি দেয়া হয়েছে।

২৩ জুলাই ৮ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা। আসামিদের মধ্যে ৬ জন কারাগারে এবং দুইজন পলাতক রয়েছেন।

২০১৬ সালের ১ জুলাই হলি আর্টিসানে হামলা চালিয়ে ২০ জনকে হত্যা করে জঙ্গিরা। এ সময় তাদের গুলিতে দুই পুলিশ সদস্য নিহত হন। পরে অভিযানে পাঁচ জঙ্গি নিহত হয়। ওই ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে গুলশান থানায় একটি মামলা দায়ের করে পুলিশ।

যমুনা অনলাইন: টিএফ

Exit mobile version