Site icon Jamuna Television

৭৩ কেজি ওজনের স্বর্ণের বারসহ আটক ১

ভারতে পাচারের সময় যশোরের শার্শা উপজেলা থেকে ৭৩ কেজি ওজনের স্বর্ণের বার জব্দ করেছে বিজিবি। আটক করা হয়েছে এক চোরাকারবারীকে।

৪৯ বিজিবি’র কমান্ডিং অফিসার লে. কর্নেল আরিফুল হক জানান, বিপুল পরিমাণ স্বর্ণের বার ভারতে পাচার হচ্ছে এমন খবরে শিকারপুর সীমান্তে অভিযান চালানো হয়। আটক করা হয় মহিউদ্দিন নামে এক চোরাকারবারীকে।

তার সাথে থাকা ব্যাগ তল্লাশি করে পাওয়া যায় ৭৩ কেজি ওজনের ৬শ’ ২৪টি স্বর্ণের বার। জব্দকৃত স্বর্ণের বারের মূল্য ৩৫ কোটি ৭৭ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি। এ ঘটনায় শার্শা থানায় মামলা হয়েছে।

Exit mobile version