Site icon Jamuna Television

ট্রেনের টিকিট বিক্রির ৩য় দিনেও ভিড়

ঈদ যাত্রায় ট্রেনের আগাম টিকিট বিক্রির তৃতীয় দিনেও উপচে পড়া ভিড় কমলাপুর রেল স্টেশনে। আজ শুক্রবার দেয়া হচ্ছে ১৯ আগস্টের টিকিট।

সকাল আটটা থেকে আগাম টিকিট বিক্রি শুরু হয়। কাঙ্খিত টিকিট পেতে গতকাল রাত থেকেই দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছেন যাত্রীরা।

আগামীকাল শনিবার দেয়া হবে ২০ আগস্টের টিকিট। রেল কর্তৃপক্ষ জানিয়েছে এবার সবচেয়ে বেশি টিকিটের চাহিদা ২০ আগস্টের জন্য। চাপ বেশি থাকায় বুথের সংখ্যা বাড়ানোর দাবি জানিয়েছেন যাত্রীরা। তবে সবাই স্বাচ্ছন্দে বাড়ি ফিরতে পারবে বলে আশ্বাস দিয়েছে রেল কর্তৃপক্ষ। টিকিট বিক্রির সার্বিক কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে এবং কালোবাজারি ঠেকাতে তৎপরত আছে আইন শৃংখলা বাহিনী। ১৮ আগস্ট থেকে চলবে ঈদ যাত্রার বিশেষ ট্রেন।

Exit mobile version