Site icon Jamuna Television

বুরকিনা ফাসোয় সন্ত্রাসী হামলায় ৪৪ বেসামরিক নাগরিকের মৃত্যু

আফ্রিকার দেশ- বুরকিনা ফাসোয় সন্ত্রাসী হামলায় কমপক্ষে ৪৪ বেসামরিক নাগরিকের মৃত্যু হলো। শনিবার, এ তথ্য নিশ্চিত করেন আঞ্চলিক গভর্নর। খবর দ্য গার্ডিয়ানের।

বিবৃতিতে জানানো হয়, দেশটির উত্তর-পূর্বাঞ্চলের দুটি গ্রামে ঘটানো হয় হত্যাযজ্ঞ। বৃহস্পতিবার থেকেই গ্রামগুলোয় তাণ্ডব চালাচ্ছে অস্ত্রধারীরা। জ্বালিয়ে দিয়েছে ঘরবাড়ি। ধারালো অস্ত্রের মাধ্যমে হত্যা করেছে নারী-শিশু-প্রবীনদের। এর মাঝে, কউরকো গ্রামে প্রাণ হারিয়েছেন ৩১ জন। অন্যদিকেম তন্দোবি গ্রামে সংখ্যাটি ১৩।

স্থনীয়রা জানান, সারারাত তারা গোলাগুলির আওয়াজ শুনতে পেয়েছেন। এরপর সকালে লাশ দেখতে পান তারা। আঞ্চলিক গভর্নর রডলফে সর্ঘো বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়া হচ্ছে ব্যবস্থা।

এটিএম/

Exit mobile version