Site icon Jamuna Television

তৃতীয় দিনে গড়ালো কুষ্টিয়ায় বাস ধর্মঘট, চরম ভোগান্তিতে যাত্রীরা

কুষ্টিয়া প্রতিনিধি:

কুষ্টিয়ার বাস শ্রমিকদের মারধরের ঘটনায় তৃতীয় দিনে গড়ালো বাস ধর্মঘট। গতকাল শনিবার (৯ এপ্রিল) সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ে
জেলার বাস মালিক শ্রমিক ইউনিয়নের সাথে জরুরি মিটিং করেও কোনো সুরাহা হয়নি। পূর্ব ঘোষণা অনুযায়ী আজকের মধ্যে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্থা না নিলে আগামীকাল থেকে অনির্দিষ্ট কালের জন্য ধর্মঘট চলবে।

ধর্মঘটের কারণে ভোগান্তীতে পড়েছে কুষ্টিয়া-খুলনা ও ফরিদপুর রুটের যাত্রীরা। তারা বলছে, একদিকে বাড়তি ভাড়া অন্যদিকে তীব্র গরম। দ্রুত সমাধান চাচ্ছেন এই রুটের সাধারণ যাত্রীরা।

প্রসঙ্গত, গত ৬ এপ্রিল রাতে ঝিনাইদহ শ্রমিক ইউনিয়নের লোকজন ‘সন্ত্রাসী কায়দায়’ হামলা চালায় কুষ্টিয়ার বাস শ্রমিকদের ওপর। এই হামলার প্রতিবাদে চলমান রয়েছে বাস ধর্মঘট।

এটিএম/

Exit mobile version