Site icon Jamuna Television

পাংশায় স্কুল শিক্ষককে গুলি করে হত্যা

রাজবাড়ী প্রতি‌নি‌ধি :

রাজবাড়ী পাংশার ক‌লিমহ‌রে দুর্বৃত্ত‌দের গুলিতে পাংশা সরকারি বা‌লিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মিজানুর রহমান ওর‌ফে মুকু (৪৭) নিহত হ‌য়ে‌ছেন।

রোববার (৩০ এপ্রিল) রাত সা‌ড়ে ৯টার দি‌কে ক‌লিমহর ইউপির হো‌সেনড‌াঙ্গা বাজা‌রের অদূরে এ ঘটনা ঘ‌টে। বিষয়‌টি নিশ্চিত ক‌রেছেন ক‌লিমহর ইউপি চেয়ারম্যান মোছা. বিল‌কিছ বানু।

তি‌নি জানান, মিজানপুর রহমানের কলিমহরের হো‌সেনডাঙ্গা বাজারে এক‌টি সারের দোকান রয়েছে। আজ তার দোকানে হালখাতা ছি‌ল। হালখাতা শে‌ষে বাড়ি ফেরার প‌থে দুর্বৃত্ত‌রা তা‌কে গুলি করলে তি‌নি ঘটনাস্থলেই মারা যান।

তিনি আরও জানান, কিছু বাহিনীর ছেলেরা কিছুদিন এলাকায় খুব উৎপাত করছে। হয়‌তো তারাই এ ঘটনা ঘটিয়েছে। তা‌দের বিষ‌য়ে আগেই প্রশাসন‌কে জানানো হয়েছে। তবে ঘটনার সাথে যারাই জড়িত থাকুন না কেন, প্রকৃত দোষী‌দের শনাক্ত ক‌রে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান তিনি।

পাংশা ম‌ডেল থানার ওসি মো. মাসুদুর রহমান স্কুল শিক্ষককে গুলি করে হত্যার বিষয়টি নিশ্চিত করেছেন।

ইউএইচ/

Exit mobile version