Site icon Jamuna Television

‘ডিসেম্বরের শেষে জাতীয় সংসদ নির্বাচন’

ইসি সচিব হেলালুদ্দীন আহমেদ জানিয়েছেন, ডিসেম্বরের শেষ অথবা জানুয়ারির শুরুতে জাতীয় সংসদ নির্বাচন হতে পারে। দুপুরে নির্বাচন কমিশন ভবনে এক সংবাদ সম্মেলনে একথা জানান তিনি।

সচিব বলেন, জাতীয় নির্বাচনের জন্য ৮০ ভাগ প্রস্তুতি নেয়া হয়েছে। অক্টোবরের শেষে বা নভেম্বেরর প্রথম সপ্তাহে তফসিল ঘোষণা করা হবে।

এসময় তিনি আরো জানান, সার্কভুক্ত দেশগুলোর প্রধান নির্বাচন কমিশনার নিয়ে গঠিত সংস্থা ফেমবোসা’ সম্মেলন ৫ ও ৬ সেপ্টেম্বর ঢাকায় অনুষ্ঠিত হবে। সম্মেলনে নির্বাচনের অভিজ্ঞতা বিনিময়সহ নানা ইস্যু নিয়ে অলোচনা হবে বলেও জানান ইসি সচিব।

নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলোর সাথে কমিশনের সংলাপ হবে না বলেও জানান, ইসি সচিব।

Exit mobile version