Site icon Jamuna Television

আজ বিশ্ব পরিবার দিবস, ভালোবাসুন আপনার পরিবারকে

সবাই কোনো না কোনো একটি পরিবারের অংশ। যেখানে একজন আরেকজনের সাথে ভালোবাসা আর আত্মার বন্ধনে বাধা। আর্থ-সামাজিক বাস্তবতায় যৌথ পরিবার প্রথা ভেঙে গেছে। এখন একক পরিবার হলেও, শিশুর বেড়ে উঠা, জীবন ও মূল্যবোধ তৈরি করে দেয় এই পরিবারই।

একটি যৌথ পরিবারে আনন্দ-দুঃখ, মান-অভিমান যেমন থাকে, তেমনি থাকে নির্ভরতা। একজনের সাথে অন্যজনের শেয়ারিং-কেয়ারিং আর ভালোবাসার বন্ধন।

পরিবারের শিক্ষাই সমাজের ভীত গঠনে মূল ভূমিকা রাখে। কারণ সঠিক মানবিক গুণাবলি নিয়ে বেড়ে উঠা পরিবারের এই মানুষগুলোই সমাজের বিভিন্ন অঙ্গনে অবদান রাখে।

পরিবারের মাতৃশিক্ষা সমাজ রাষ্ট্রকে সমৃদ্ধ করে। বরাবরই ‘এক’ হয়ে বসবাস করা শক্ত বার্তা দেয় সমাজকে। সময়ের সাথে সাথে একান্নবর্তী ভেঙে নিউক্লিয়ার পরিবার হচ্ছে। তারপরও পরিবারের একতা শিশুদের মাঝে শুভ বার্তা ছড়ায়।

পরিবার সমাজের প্রাচীন প্রতিষ্ঠান যেখানে মানুষ আত্মিক আশ্রয় খুঁজে পায়।

এটিএম/

Exit mobile version