Site icon Jamuna Television

কেরালায় বন্যায় গৃহহীন ৮ লাখের বেশি মানুষ

শতাব্দীর ভয়াবহতম বন্যা-ভূমিধসে বিপর্যস্ত ভারতের রাজ্য, কেরালা। ভেঙে পড়েছে রাজ্য অর্থনীতি, যোগাযোগ ব্যবস্থা। শুধু বাস্তুচ্যুত হয়েছেন ৮ লাখেরও বেশি মানুষ । আর এতে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছে ৩৭০ জন মানুষ।

জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় জানিয়েছে, প্রাকৃতিক দুর্যোগে প্রাণহানির সংখ্যা এসে দাঁড়িয়েছে ৩৭০ জনে। গেলো দু’দিনে বৃষ্টিপাত না থাকায়, উদ্ধারকাজের প্রতি পুরো মনোযোগ দিয়েছে কর্তৃপক্ষ। দুর্যোগপ্রবণ এলাকা থেকে সামরিক বিমান ও হেলিকপ্টারের মাধ্যমে সরিয়ে আনা হচ্ছে, হাজারো মানুষকে। কেবল, রোববারই উদ্ধার হয়েছেন ২২ হাজারের বেশি বন্যাদুর্গতরা।

এখন পর্যন্ত ৬ লাখ ৬১ হাজার মানুষ ঠাঁই নিয়েছেন আশ্রয়কেন্দ্রে। রাজ্যটির দু’টি জেলায় এখনও জারি রয়েছে ‘রেড অ্যালার্ট’।

কেরালা সরকারের দাবি, সাম্প্রতিক বন্যা-ভূমিধসে প্রায় ২০ হাজার কোটি রূপির ক্ষয়ক্ষতি হয়েছে। দুর্যোগ মোকাবেলা, ত্রাণ সরবরাহ এবং পরবর্তী সংস্কারের জন্য কেন্দ্রীয় সরকার অর্থবরাদ্দ দিয়েছে ৬শ’ কোটি রুপি।ৱ

যমুনা অনলাইন: আরএম

Exit mobile version