Site icon Jamuna Television

ফেরি পারাপারে লাগছে অতিরিক্ত সময়, ভোগান্তিতে যাত্রীরা

ঈদযাত্রায় আজও ভোগান্তি পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে। মহাসড়কে গাড়ির ধীরগতির পাশাপাশি দেশের প্রধান দুই নৌরুটে রয়েছে যানবাহনের অতিরিক্ত চাপ। একই সঙ্গে নৌপথ ওয়ানওয়ে হয়ে পড়ায় ফেরি পারাপারে বাড়তি সময় লাগছে। এতে ঘাটের দুইপাশে আটকা পড়েছে কয়েকশ যানবাহন। ফলে দুর্ভোগে পড়েছেন ঘরমুখো মানুষ।

শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ১৭টি ফেরি চলাচল করলেও লঞ্চ ও স্পিডবোডে যাত্রীদের উপচে পড়া ভিড় রয়েছে। পারাপারে অপেক্ষায় রয়েছে ৩শ’র বেশি যানবাহন।

বিআইডব্লিউটিএ জানিয়েছে, লৌহ জং টার্নিং পয়েন্টে এক কিলোমিটার নৌপথ ওয়ানওয়ে হয়ে পড়ায় ফেরি পারাপারে দীর্ঘ সময় লাগছে। ফলে লঞ্চ ও স্পিডবোডে এই সুযোগে বাড়ি ভাড়া আদায়ের অভিযোগ করছেন যাত্রীরা।

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটেও সকাল থেকে যানবাহনের বাড়তি চাপ রয়েছে। ঘাটের দুই পাড়ে অপেক্ষায় রয়েছে আরও কয়েকশ যানবাহন।

যমুনা অনলাইন: এফএম

Exit mobile version