Site icon Jamuna Television

তাঁতশিল্প নিয়ে প্রতিবেদন করায় পুরস্কার পেলেন যমুনা’র গোলাম মোস্তফা রুবেল

সিরাজগঞ্জের তাঁতশিল্প নিয়ে টেলিভিশনে সবচেয়ে বেশি সংবাদ প্রচারের জন্য মেলার সমাপনীতে সেরা গণমাধ্যেম পুরুস্কার পেলেন যমুনা টেলিভিশনের ষ্টাফ রিপোর্টার গোলাম মোস্তফা রুবেল। রোববার বিকেলে অফিসার্স ক্লাবে আয়োজিত মেলার সমাপনীতে সেরাদের মাঝে পুরস্কার তুলে দেন জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দিকা।

জেলা ব্র্যান্ডিং হিসেবে তাঁতপণ্যকে মনোনীত করে তাঁতকুঞ্জ সিরাজগঞ্জকে সারাদেশে পরিচিত লাভ করতে তিনদিন ব্যাপী মেলার আয়োজন করে মহিলাবিষয়ক অধিদপ্তর। তাঁত শিল্পের পরিচিতি, সমস্যা ও আগামীতে এ শিল্পের উন্নয়ন নিয়ে কাজ করে যাচ্ছে যমুনা টেলিভিশন।

যমুনা অনলাইন:এফএম

Exit mobile version