আওয়ামী লীগ হত্যা ও সন্ত্রাসের রাজনীতি করে না। যারা হত্যা ও অগ্নি সন্ত্রাস সৃষ্টির পায়তারা করছে, তাদেরকে রুখে দিতে আওয়ামী লীগ প্রস্তুত আছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিম।
বুধবার (২৪ মে) সকালে রাজধানীর ইনিস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ ভবনে স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহ্বায়ক মকবুল হোসেনের তৃতীয় মৃত্যুবার্ষিকীর স্মরণ সভায় এই মন্তব্য করেন তিনি। বলেন, বিএনপির কাজই হলো দেশে সন্ত্রাস সৃষ্টি করে জনমনে ভীতি তৈরি করা। বিএনপি অবৈধ অস্ত্রের ব্যবহার ও আগুন সন্ত্রাসের মাধ্যমে যদি কোনো ফন্দি আঁটে তাহলে তা প্রতিহত করা হবে।
/এমএন

