Site icon Jamuna Television

‘আমি ইংল্যান্ডের ক্রিকেট ছেড়ে কোথাও যাচ্ছি না’

ছবি: সংগৃহীত

ইংল্যান্ডের ক্রিকেট ছেড়ে কোথাও যাচ্ছেন না জেসন রয়। যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেটে খেলার জন্য তার ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) কেন্দ্রীয় চুক্তি থেকে বেরিয়ে আসার খবরটিকে পুরোপুরি ভিত্তিহীন বলছেন ইংল্যান্ডের এই ওপেনার। খবর ইএসপিএন ক্রিকইনফোর।

রয়কে নিয়ে এমনই এক সংবাদ করেছিল দেশটির জনপ্রিয় গণমাধ্যম ডেইলি মেইল। এরপর বিশ্বজুড়ে আরও অনেক গণমাধ্যমই এই খবর ফলাও করে প্রচার করে। প্রকাশিত খবর অনুযায়ী লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্সের সঙ্গে নাকি দুই বছরের চুক্তিতে গেছেন রয়। বিনিময়ে পাচ্ছেন তিন লাখ পাউন্ড (বাংলাদেশি টাকায় প্রায় সাড়ে চার কোটি)।

যদিও এই চুক্তির বিষয়টি একেবারেই উড়িয়ে দিলেন রয়। জানিয়েছেন ইংল্যান্ডের জাতীয় দলের হয়ে খেলাটাই স্বপ্ন তার। টুইটারে তিনি লিখেন, আমি ইংল্যান্ডের ক্রিকেট ছেড়ে কোথাও যাচ্ছি না। দেশকে প্রতিনিধিত্ব করা আমার পেশাদার ক্যারিয়ারের সবচেয়ে বড় গর্বের মুহূর্ত। আমি ইংল্যান্ডের হয়ে আরও কিছু বছর খেলা চালিয়ে যেতে চাই। এটাই আমার কাছে প্রাধান্য পাবে।

রয় আরও বলেন, কেন্দ্রীয় চুক্তিতে আমি সিঙ্গেল ফরম্যাট প্লেয়ার হিসেবে আছি। সুতরাং ইংল্যান্ডের খেলার সঙ্গে যেসব খেলার কোনো সংঘর্ষ হবে না, সেসব জায়গায় আমি খেলে যেতে চাই। এটা আমাকে যেমন ইংল্যান্ডের হয়ে খেলার সুযোগ দেবে, তেমনি আমাকে প্রতিযোগিতামূলক ক্রিকেটেও রাখবে।

বর্তমানেও ইসিবির চুক্তিতে আছেন রয়। যেখানে প্রতি বছর ৬৬০০০ পাউন্ড পাচ্ছেন তিনি। এই বছরের অক্টোবরে শেষ হতে যাচ্ছে সেই চুক্তি। জাতীয় দলের সঙ্গে নতুনভাবে কেন্দ্রীয় চুক্তিতে যেতে চান ৩২ বছর বয়সী এই ওপেনার। খেলতে চান আসন্ন ভারত বিশ্বকাপও।

/আরআইএম

Exit mobile version