বিএনপি নেতাদের বিরুদ্ধে মামলার রায় দেয়ায় প্রমাণিত সরকার সমস্ত রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করছে, এমন দাবি করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার (৩০ মে) সকালে চন্দ্রিমা উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ দাবি করেন। বলেন, বিএনপি নেতাদের কারাগারে পাঠিয়ে আন্দোলন স্তব্ধ করতে চায় সরকার। দুর্নীতি মামলায় বিএনপি নেতা আমান উল্লাহ আমার ও ইকবাল হাসান মাহমুদ টুকুকে সাজা দেয়ার রায়কে ফরমায়েশি বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল ইসলাম।
বিএনপি মহাসচিব আরও বলেন, রাজনীতি থেকে দূরে রেখে একদলীয় নির্বাচন করতেই এই মামলা। সরকারের শুভবুদ্ধির উদয় হওয়ার সম্ভাবনা নেই। আন্দোলনেই পতন ঘটিয়ে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন নিশ্চিত করতে হবে।
আরও পড়ুন: বিএনপি নেতা আমানের ১৩ এবং টুকুর ৯ বছরের সাজা বহাল
/এমএন

