Site icon Jamuna Television

সার্জিও রিকোর নামওয়ালা জার্সি পরে মাঠে নেমেছেন মেসি-এমবাপ্পেরা

এক ম্যাচ বাকি থাকতেই লিগ ওয়ানে এবার শিরোপা নিশ্চিত করেছে পিএসজি। লিগে ক্লেঁমো ফুতের বিপক্ষে বাকি থাকা ম্যাচটি ছিল নিয়মরক্ষার। তবে এই নিয়মরক্ষার ম্যাচটি ক্লাবটি ও ফুটবলপ্রেমীদের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। পিএসজিতে মেসি অধ্যায়ের শেষ হতে যাচ্ছে এই ম্যাচ দিয়ে।

ম্যাচটিতে পিএসজির হয়ে মাঠে নামা সকলে নিজেদের নামের বদলে সার্জিও রিকোর নামওয়ালা জার্সি পরে খেলছেন। পিএসজির এই গোলকিপার সম্প্রতি ঘোড়া থেকে পড়ে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন। তার শারীরিক অবস্থা নিয়ে রয়েছে শঙ্কা। তাকে সমর্থন জানাতেই দলের সদস্যরা তার নামওয়ালা জার্সি পরে খেলছেন।

মূলত লিগ টাইটেল জেতার পর খেলোয়াড়দের ঘুরতে যাওয়ার অনুমতি দেয় পিএসজি। স্প্যানিশ গোলরক্ষক যান সেভিয়ায়। সেখানে ঘোড়ায় চড়তে গিয়ে আঘাত পান। গুরুতর আহত অবস্থায় তাকে স্পেনের একটি হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসা নিচ্ছেন ২৯ বর্ষী গোলরক্ষক।

এদিকে, ক্লেঁমো ফুতের বিপক্ষে ম্যাচের প্রথমার্ধে ২-২ গোলে সমতায় রয়েছে পিএসজি। ম্যাচের ২১ মিনিটে পেনাল্টি থেকে নিজেদের দ্বিতীয় গোল করে রিকোর জার্সি নিয়ে উদযাপন করেন এমবাপ্পে।

/এমএন

Exit mobile version