Site icon Jamuna Television

মনোবিদ নিয়ে ঢাকায় পৌঁছেছেন হাথুরুসিংহে

অস্ট্রেলিয়ায় পরিবারের সাথে সময় কাটিয়ে ঢাকায় ফিরলেন বাংলাদেশের প্রধান কোচ চান্দিকা হাথুরুসিংহে। শনিবার রাত ১১টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান হাথুরু।

টাইগার হেড কোচ অবশ্য এদিন একা আসেননি। সঙ্গে নিয়ে এসেছেন মনোবিদ অ্যালান ব্রাউনকেও। আগামী দুই সপ্তাহ ক্রিকেটার ও কোচিং স্টাফদের স্ট্রেন্থ ও লিডারশিপ নিয়ে কাজ করবেন এই মনোবিদ।


যমুনা টেলিভিশনের সবশেষ আপডেট পেতে Google News ফিড Follow করুন।

দ্বিতীয় দফায় বাংলাদেশের প্রধান কোচের দায়িত্ব নিয়ে হাথুরু সাফল্য পেয়েছেন দ্রুত। তার অধীনে ঘরের মাটিতে ইংল্যান্ডকে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। সিরিজ জিতেছে আয়ারল্যান্ডের বিপক্ষেও। এবারের মিশন আফগান বধের।

আজ থেকে টাইগারদের অনুশীলন ক্যাম্পে যোগ দেয়ার কথা রয়েছে চান্দিকার। আফগানিস্তান সিরিজ সামনে রেখে ২৯ মে থেকে মিরপুরে শুরু হয়েছে তামিমদের অনুশীলন ক্যাম্প। ১৪ জুন শুরু হবে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট।

ইউএইচ/

Exit mobile version