Site icon Jamuna Television

আঙ্কারায় তীব্র বন্যায় ভবনের দোতলায় ঢুকে পড়েছে পানি

অ্যাপার্টমেন্ট ভবনের দোতলা পর্যন্ত উঠে গেছে বন্যার পানি। পানির প্রবল তোড়ে ভেঙে গেছে বারান্দার কাচের রেলিংও। তুরস্কের আঙ্কারার এমন একটি দৃশ্যের ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। খবর রয়টার্সের।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে, দ্বিতীয় তলার ব্যালকনিও পানিতে তলিয়ে গেছে। তীব্র স্রোত ভাসিয়ে নিয়ে গেছে কাঁচের রেলিং। এর আগে রাস্তাও ভেসে যাচ্ছে পানির স্রোতে, এমন দৃশ্যের ভিডিও ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়।

গত কয়েকদিন ধরেই বন্যার কবলে তুর্কি রাজধানী। পানিতে ডুবে আছে শহরের বহু রাস্তাঘাট। নিচু এলাকাগুলোয় বাড়িঘরেও ঢুকে পড়েছে পানি। প্রায় এক সপ্তাহের বেশি সময় ধরে চলমান বন্যায় বিধ্বস্ত হয়েছে বহু রাস্তাঘাট। ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত যাতায়াত ব্যবস্থাও।

এসজেড/

Exit mobile version