অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে নির্বাচন ও সংবিধান সংস্কারসহ ১৪ দফা দাবিতে রোডমার্চ শুরু করেছে গণতন্ত্র মঞ্চ। আজ থেকে শুরু হওয়া চারদিনব্যাপী এই রোডমার্চ শেষ হবে দিনাজপুরে গিয়ে।
রোববার (৪ জুন) সকালে রোডমার্চের উদ্বোধনীতে জাতীয় প্রেসক্লাবের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করে গণতন্ত্র মঞ্চের নেতাকর্মীরা।
এ সময় তারা বলেন, বর্তমান সরকার জবরদস্তি করে ক্ষমতায় থাকতে গিয়ে দেশের মানুষের পাশাপাশি আন্তর্জাতিক সম্প্রদায়ের বিরুদ্ধে চলে গেছে। তারা এখন দেশ ও দেশের জনগণের অস্তিত্ব নিয়ে ছেলে খেলা শুরু করেছে।
তারা অভিযোগ করেন, সরকার নিজের গদি টিকিয়ে রাখতে দেশের মানুষকে বাজি ধরেছে। গতকাল প্রধানমন্ত্রীর শেখ হাসিনার বক্তব্যের মাধ্যমে সরকারের থলের বেড়াল বেড়িয়ে গেছে বলেও মন্তব্য করেন নেতারা।
ইউএইচ/

