Site icon Jamuna Television

আল শাবাবের হামলায় শান্তিরক্ষী বাহিনীতে নিযুক্ত উগান্ডার ৫৪ সেনা সদস্য নিহত

সোমালিয়ায় সশস্ত্র সংগঠন আল শাবাবের হামলায় শান্তিরক্ষী বাহিনীতে নিযুক্ত উগান্ডার ৫৪ সেনা প্রাণ হারিয়েছেন। শনিবার (৩ জুন) এ তথ্য জানান উগান্ডার প্রেসিডেন্ট জাওয়ারি মুসাভেনি। খবর ভয়েজ অব আমেরিকার।

বিবৃতিতে জানানো হয়, গেলো সপ্তাহে বুলামারের সামরিক ঘাঁটিতে হামলা চালায় জঙ্গিরা। সেসময়ই আল-শাবাব দাবি করে, আত্মঘাতী বোমা বিস্ফোরণে প্রাণ গেছে ১৩৭ সেনার। ঘাঁটি পুনরুদ্ধারে চলছিল পাল্টা অভিযান।

শান্তিরক্ষী বাহিনী নিয়ন্ত্রণ ফেরত পেলে নিহত সেনাদের পরিচয় নিশ্চিত করা হয়। যার মধ্যে, সবচেয়ে বেশি প্রতিবেশী উগান্ডার নাগরিক।

২০০৬ সাল থেকে, সোমালিয়ায় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার জন্য লড়াই করছে সশস্ত্র জঙ্গি সংগঠন আল শাবাব। তাদের প্রতিহত করতে কাজ করছে আঞ্চলিক শান্তিরক্ষী বাহিনী এটিএমআইএস।

এসজেড/

Exit mobile version