Site icon Jamuna Television

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণ বৈশ্বিক, এতে সরকারের হাত নেই: কাদের

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

নওগাঁ প্রতিনিধি:

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বৈশ্বিক কারণে হয়েছে। এতে সরকারের হাত নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

রোববার (৪ জুন) দুপুরে নওগাঁয় প্রয়াত আওয়ামী লীগ নেতা আব্দুল জলিলের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। পরে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের নতুন ভবন উদ্বোধন করেন ওবায়দুল কাদের। এরপর তিনি যোগ দেন স্মরণসভায়। সেখানে ওবায়দুল কাদের বলেন, ইউরোপ-আমেরিকায় ধর্না দিয়ে ঘোড়ার ডিম পেয়েছে বিএনপি। তাদের সাথে জনগণ নেই, এ জন্য আন্দোলন গড়ে তুলতে পারেনি। বিএনপিকে মিথ্যাচারের দল বলেও মন্তব্য করেন তিনি।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, আমেরিকার কাছে রোজ রোজ তারা নালিশ করে। বিনিময়ে কী পেয়েছে? ঘোড়ার ডিম। তারা যেখানেই গেছে সেখানেই পেয়েছে ঘোড়ার ডিম। তাদের আন্দোলন হয় না। মরা গাঙে জোয়ার আসে না।

/এম ই

Exit mobile version