Site icon Jamuna Television

প্রিয়জনের সাথে ঈদ শেষে রাজধানীতে ফিরছে মানুষ

প্রিয়জনের সাথে ঈদ উদযাপন শেষে অনেকেই ফিরতে শুরু করেছেন রাজধানীতে। ঈদের তিন দিন ও শুক্রবার সাপ্তাহিক ছুটি শেষে আজ খুলেছে বেশিরভাগ বেসরকারি অফিস।

সকালে সদরঘাট লঞ্চ টার্মিনালে বিভিন্ন রুটের লঞ্চগুলো এসে পৌঁছায়। এখনও খুব ভিড় না হলেও উল্লেখযোগ্য সংখ্যক মানুষ ফিরছেন ঢাকায়। এদের প্রায় সবাই বেসরকারি চাকরিজীবী। কর্মস্থলে যোগ দিতে অনেকেই পরিবার পরিজন রেখে একাই ফিরেছেন ঢাকায়।

এবার ঈদের তিন দিনের ছুটি শেষে দু’দিনই পড়েছে শুক্র ও শনিবার। তাই, কিছুটা তৃপ্তি নিয়েই স্বজনদের সাথে ঈদ উদযাপন করতে পেরেছেন বলে জানান কর্মজীবীরা।

এদিকে, রাজধানীর কমলাপুর রেলস্টেশনেও দেখা গেছে ঢাকায় ফেরা মানুষের সারি। সকাল থেকে বিভিন্ন রুটের ট্রেনে ঢাকা আসতে শুরু করেন যাত্রীরা। মূলত অফিস ধরতেই আজ ঢাকায় ফিরেছেন তারা। তবে নীল সাগর এক্সপ্রেসসহ প্রায় সব কয়টি ট্রেনই ফিরছে কয়েক ঘণ্টা দেরিতে।

ঢাকায় ফেরার যাত্রায়ও এমন বিলম্বে হতাশা প্রকাশ করেছেন যাত্রীরা। রাজধানীতে ফেরার পাশাপাশি ঈদে বাড়ি যেতে না পারা লোকজনের ঘরমুখী স্রোতও দেখা গেছে কমলাপুর রেলস্টেশনে।

Exit mobile version