Site icon Jamuna Television

রাশিয়াকে চেচেন নেতার নতুন প্রস্তাব

চেচেন নেতা রমজান কাদিরভ। ছবি: সংগৃহীত

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নতুন প্রস্তাব দিয়েছেন মিত্র চেচেন নেতা রমজান কাদিরভ। রুশ ভূখণ্ডে যুদ্ধ ছড়িয়ে পড়া ঠেকাতে আন্তঃসীমান্ত অনুপ্রবেশ মোকাবিলা করার জন্য ইউক্রেন সীমান্তের বেলগোরোড অঞ্চলে তার সৈন্য পাঠানোর প্রস্তাব দিয়েছেন তিনি। খবর সিএনএন’র।

রোববার (৪ জুন) রুশ প্রশাসনের উদ্দেশে দেয়া এক টেলিগ্রাম পোস্টে কাদিরভ বলেন, আমি আপনাকে মনে করিয়ে দিতে চাই যে, বেলগোরোড অঞ্চলে আক্রমণকারী সন্ত্রাসীদের চেচেন ইউনিটের বাহিনী মোকাবিলা করতে পারে। সামগ্রিকভাবে ব্যাটালিয়ন, রেজিমেন্ট এবং সামরিক কাঠামোতে চেচেন যোদ্ধার সংখ্যা ৭০ হাজার ছাড়িয়েছে। তারা এখন আদেশের জন্য অপেক্ষা করছেন।

প্রসঙ্গত, ইউক্রেনের সীমান্তবর্তী পশ্চিম রাশিয়ার প্রদেশ বেলগোরোডে সম্প্রতি সহিংসতা বৃদ্ধি পেয়েছে। বেলগোরোডের গভর্নর রোববার পোস্ট করা একটি ভিডিওতে বলেন, রুশ ভিন্নমতাবলম্বী গোষ্ঠীগুলি ইউক্রেনীয় কমান্ডের অধীনে সেখানে চাপ বাড়ানোর চেষ্টা করছে। এছাড়া রাশিয়ান স্বেচ্ছাসেবক কর্পস এবং ফ্রিডম ফর রাশিয়া লিজিয়ন নামের গ্রুপগুলিও বেলগোরোডে রুশ সৈন্যদের বন্দী করেছে বলে দাবি করা হয়েছে।

এএআর/

Exit mobile version